কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
সংক্ষিপ্ত পরিচিতি
নামঃ ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন
আইনগত তথ্যঃ ধ্রুবতারা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে নিবন্দিত একটি সংস্থা এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে অন্তর্ভূক্তি পাওয়া একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাছাড়া এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রনালয়ের অন্তর্ভূক্ত সংস্থা।
নীতিঃ একতা, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন।
স্লোগানঃ মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গড়তে, সংস্কৃতি হোক প্ররণার হাতিয়ার।
লক্ষ্যঃ ২০১৫ সালের মধ্যে একটি শক্তিশালী উন্নয়নমূলক জাতীয় সংস্থায় প্রতিষ্ঠা লাভ করার পাশাপাশি এর সম্পূর্ণ উদ্দেশ্য এবং সমস্ত প্রকার লক্ষ বাস্তবায়ন করা এবং বিশ্ব সম্প্রদায়কে এই সংস্থার সাথে যুক্ত করা।
উদ্দেশ্যঃ ১। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন করা।
২। সুনিশ্চিত করা সমস্ত প্রকার মৌলিক অধিকার। মানবতার বিরুদ্ধে, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সমস্ত প্রকার অন্যায়, অবিচার বন্ধ করা।
৩। সুনাগরিক ও একজন উদ্দ্যোক্তা হিসেবে আমাদের তরুণ যুবকদের উন্নয়ন করা।
৪। আমাদের শিশুদেরকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করা এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
৫। সাংস্কৃতিক উন্নয়ন এবং আমাদের নিজস্ব সংস্কৃতি রক্ষা করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং সংস্কৃতি চর্চা করা।
৬। মহিলা, তরুণ, তৃণমূল, অসহায় মানুষের ক্ষমতায়ন এবং সমস্ত প্রকার উন্নয়ন মূলক কর্মকান্ডে সহযোগীতা করা।
৭। রক্তদান, অসমর্থ লোকদের সহযোগিতা এবং অর্টিজম সচেতনতা বৃদ্ধি করা। অসহায় লোকদের শিক্ষা এবং স্বাস্থগত ক্ষেত্রে সহযোগিতা করা, গরিব লোকজনকে সহযোগিতা করা।
৮। জলবায়ু সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ তৈরী করতে জনগনকে সাহায্য করা এবং নিশ্চিত করা শক্তিশালী অর্থনৈতিক কাঠামো। প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনার সাথে জীবন যাত্রার পরিবর্তন এবং এর সাথে সহায়ক সকল কর্মসূচি সম্পাদন করা।
কেন্দ্রীয়ঃ
চেয়ারপার্সনঃ ফালগুনী হামিদ(মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রাক্তন ডিজি শিশু একাডেমী)
সাধারণ সম্পাদকঃ অমিয় প্রাপন অর্ক (এশিয়ার তরুণ আইকন)
নোয়াখালী জেলাঃ
সভাপতিঃ ওসমান গনী আকাশ (তরুণ উদ্দ্যোক্তা)
সম্পাদকঃ মামুন পাটোয়ারী (সাংবাদিক এবং উদ্দ্যোক্তা)
সোনাইমুড়ী উপজেলা
প্রধান উপদেষ্টাঃ ড. রহিমা খাতুন (উপজেলা নির্বাহী কর্মকর্তা)
সভাপতিঃ শহিদুল ইসলাম পাটোয়ারী (ভাইস প্রিন্সিপাল- সোনাইমুড়ী কলেজ)
সম্পাদকঃ শাহেনূর আলম সুজন (তরুণ উদ্দ্যোক্তা)
কার্যালয়ঃ নান্দিয়াপাড়া পূর্ববাজার (সরকার স্যার বিল্ডিং ২য় তলা)
সোনাইমুড়ী, নোয়াখালী।
বিঃদ্রঃ আমাদের আছে অভাবনীয় অডিট রিপোর্ট এবং আমরা ২০১৪সালে যুব অধিদপ্তর কর্তৃক শ্রেষ্ঠ সামাজিক সংঠন হিসেবে পদক লাভ করি।
Web:www.dsssbd.weebly.com Email: dsss_noa@yahoo.com
www.facebook.com/DhrubotaraSocialCulturalOrganization
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস