কালের স্বাক্ষী বহনকারী সোনাইমুড়ী উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ২নং নদনা ইউনিয়ন।কাল পরিক্রমায় আজ ২নং নদনা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ২নং নদনা ইউনিয়ন পরিষদ।খ) আয়তন –৮.৫ (বর্গ মাইল)
গ) লোকসংখ্যা – ৪৫৬৫০ জন (প্রায়) -ভলিয়ম অনুযায়ীঘ) গ্রামের সংখ্যা – ১৫ টি।
ঙ) মৌজার সংখ্যা –
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৭০%
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৫টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- ২২টি।ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব হারুন অর রশিদ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০/১০/২০০৬ ইং
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৯/০৬/২০১৮ইং
২) প্রথম সভার তারিখ – ২৯/০৬/২০১৮ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ঢ) গ্রাম সমূহের নাম –
১নং ওয়ার্ড- ১/ বোরপিট, ২/ শিবপুর, ৩/ ২নং হাটগাঁও, ৪/ রমাপুর।
২নং ওয়ার্ড- ১/ ১নং হাটগাঁও।
৩নং ওয়ার্ড- ১/ পাঁচবাড়ীয়া।
৪নং ওয়ার্ড- ১/ দেবপুর।
৫নং ওয়ার্ড- ১/ উত্তর শাকতলা।
৬নং ওয়ার্ড- ১/ দক্ষিণ শাকতলা।
৭নং ওয়ার্ড- ১/ বগাবাড়ীয়া ২/ মানিকপুর
৮নং ওয়ার্ড- ১/ কালুয়াই
৯নং ওয়ার্ড- ১/ গজারিয়া ২/ জগজীবনপুর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস