২নং নদনা ইউনিয়ন পরিষদ নামকরণ
২ নং নদনা ইউনিয়নের নামকরণের ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি। জনশ্রুতি মতে জানা যায়, ইউনিয়নে এক সময়ে ৯টি খালের মুখ একস্থানের সংযোগ হয় এবং উক্ত খালের প্রতিটি মুখে ৯টি দোন দ্বারা পানি সেট করা হতো। এর কারণে এটার নামকরণ নদনা ইউনিয়ন করা হয়েছে। উক্ত নদনা ইউনিয়ন বোর্ড ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।এখন ও পর্যন্ত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অধীনস্ত 2 নং নদনা ইউনিয়ন পরিষদ নাম করন নামে ব্যাপক পরিচিত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস