সুস্থ্য স্ববল দেহের জন্য যেমন খেলাদুলা প্রয়োজন তেমনি এটি বিনোদনের জন্যও জরুরী। অতি প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের মানুষ খেলাদুলা প্রেমী। এখানে দেশি খেলার পাশাপাশি বিভিন্ন বিদেশী খেলাও প্রচলন রয়েছে। আর এসকল খেলাদুলার জন্য রয়েছে বিভিন্ন ক্রীড়া সংগঠন। নিন্মে নদনা ইউনিয়নের কয়েকটি ক্রীড়া সংগঠনের নাম দেয়া হলো।
১। কালুয়াই ক্রিকেট ক্লাব
২। বোরপিট ফুটবল একাদশ
৩। হাটগাও স্পোর্টিং ক্লাব
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস